গুম-খুনের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে করবে বিএনপি


প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৬ এপ্রিল ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনামলে যে গুম-খুন করা হয়েছে এর বিচার বিএনপি আন্তর্জাতিক মানদণ্ডে করবে।

তিনি বলেন, বিশ্ব পরিমণ্ডলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারকগণ এসবের বিচার করবেন। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের পাঁচ বছর অতিবাহিত হওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

খসরু মাহমুদ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে বাংলাদেশে যে বিচার হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি বলে বিশ্বের অনেক সংস্থা থেকে দাবি করা হয়েছে। এমনও বলা হয়েছে এসব বিচার অন্যায়ভাবে করা হচ্ছে। তবে আমরা যখন গুম-খুনের বিচার করবো তখন আন্তর্জাতিক মান বজায় রেখেই করবো।

খসরু বলেন, রাজনীতিবিদরা জনগণকে ভয় পায়। কিন্তু এই সরকারের কাছে জনগণের মূল্য নেই। কারণ তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তাই যা খুশি প্রধানমন্ত্রী তাই করছেন।

বিএনপির এই নেতা বলেন, নীল নদের পানি আফ্রিকা ‘শেয়ার’ করে, উত্তর আমেরিকায় দেশগুলো পানি ‘শেয়ার’ করে। তাহলে ভারত কেন পানি শেয়ার করবে না। ভারতকে চুত্তিসহ ৫৪টি নদীর হিস্যা বুঝিয়ে দিতে হবে। এসব বিষয়কে
প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে।

নিখোঁজ ইলিয়াস আলীর প্রসঙ্গে তিনি বলেন, আমরা তার গুম হওয়ার দিনে মৃত্যু শব্দটা ব্যবহার করতে পারি না। এর চেয়ে দুঃখ কষ্টের কী হতে পারে। আমরা হয়তো ভাবছি তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু তার পরিবার এখনও অপেক্ষায় আছে।

বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লাহের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার প্রমুখ।

এমএম/এমআরএম/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।