বর্ষবরণে শোভাযাত্রা করবে না আওয়ামী লীগ


প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১২ এপ্রিল ২০১৭

বাংলা নতুন বর্ষবরণে কোনো শোভাযাত্রা করবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখকে রাজনৈতিক অনুষ্ঠান না বানানোর পক্ষে মত দেন। তিনি বলেন, বৈশাখে সবাই তো শোভাযাত্রা করেই। এটাকে রাজনৈতিক অনুষ্ঠান বানিয়ে লাভ কী? যদি কোনো অনুষ্ঠান করতে হয় সেটা আমরা গণভবনে ঘরোয়াভাবে করবো।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, নবম সংসদে আমরা যেভাবে প্রার্থী মনোনয়ন দিয়েছি, আগামী জাতীয় নির্বাচনে সেভাবেই প্রার্থী মনোনীত করবো।

সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে কথা উঠলে শেখ হাসিনা দলীয় নেতাদের উদ্দেশে বলেন, আমি জানি সেখানে কার কী অবস্থা। আমার কাছে কুমিল্লার রিপোর্ট আছে।

বৈঠক থেকে আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে থেকে দুই আইনজীবী পরিষদের কমিটি বিলুপ্ত। কিছুদিনের মধ্যে আহ্বায়ক কমিটি দেয়া হবে।

প্রতিবছর সাধারণত রাজধানীর বাহাদূর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয় পর্যন্ত পহেলা বৈশাখে র‌্যালি করে থাকে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

এইউএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।