গণসংবর্ধনায় ৭ স্থানে থাকবে মহানগর দক্ষিণ আ’লীগ


প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর এ গণসংবর্ধনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, সংশ্লিষ্ট থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন সাত স্থানে থাকবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে র‌্যাংগস ভবনের সামনে কেন্দ্রীয় ১৪ দল, ঢাকা মহানগর ১৪ দল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চিকিৎসক ও আইনজীবীরা থাকবেন।

সড়ক পরিবহন অফিস থেকে র‌্যাংগস ভবন পর্যন্ত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন থাকবে। র‌্যাংগস ভবন থেকে নভোথিয়েটার পর্যন্ত থাকবেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল, গেন্ডারিয়া, ওয়ারী থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন।

নভোথিয়েটার থেকে সামরিক জাদুঘর পর্যন্ত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা থাকবেন।

সামরিক জাদুঘর থেকে সংসদ ভবন মোড় পর্যন্ত বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন থাকবেন। একই স্থানে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে রমনা, শাহবাগ, মতিঝিল, শাজাহানপুর, পল্টন, খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা থাকবেন।

সংসদ ভবন মোড় থেকে গণভবনের দিকে থাকবেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। একই স্থানে সংসদ সদস্য হাজী মো. সেলিমের নেতৃত্বে লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা থাকবেন।

গণভবনের মুখে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা থাকবেন।

এইউএ/এসএইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।