পহেলা বৈশাখে বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান হেফাজতের


প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৯ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখে বাংলা নববর্ষ বরণের নামে অনৈসলামিক কার্যকলাপ ও বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার ৮ ( মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।  বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনাইদ বাবুনগরী বলেন, পহেলা বৈশাখে বিভিন্ন জীবজন্তুর মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা, মুখে উল্কি আঁকা এবং নারী-পুরুষের অবাধ বিচরণসহ সব অনৈসলামিক কার্যকলাপ থেকে মুসলমানদের দূরে থাকতে হবে।

এবার পহেলা বৈশাখে দেশের সব সরকারি স্কুল-কলেজে মঙ্গল শোভাযাত্রা বের করা বাধ্যতামূলক করেছে শিক্ষা অধিদফতর। এ প্রসঙ্গে বাবুনগরী বলেন, ‘ঈমান বিধ্বংসী আগ্রাসী সংস্কৃতির’ আয়োজন করার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে ‘ঈমান-আক্বিদা ও ইসলামবিরোধী’ এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

হেফাজত মহাসচিব বলেন, ‘মুসলিম ছাত্রদের ঈমানবিরোধী রীতি পালনে রাষ্ট্র কখনোই বাধ্য করতে পারে না। এটা নাগরিকদের অধিকার রক্ষার ও সংবিধানের মৌলিক নীতিমালার ঘোরতর বিরোধী। ’ তিনি বলেন, ‘বর্ষবরণের নামে মূলত মুসলমানদের ঈমান-আক্বিদাবিরোধী ভিনদেশি হিন্দুত্ববাদী ও আগ্রাসী সংস্কৃতির প্রসার ঘটানোর চেষ্টা চলছে। ’ তিনি আরও বলেন, ‘ইসলামের বিশ্বাস মতে কোনো জীবজন্তু, বন্য প্রাণী ও দেবদেবীর মূর্তির কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করলে ঈমান থাকবে না।’

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।