ভারত আমাদের পরীক্ষিত বন্ধু : গোলাপ


প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৭ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ বলেছেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। তারা এমন কোনো দাবি করবে না, যা বাংলাদেশ সরকার করতে বাধ্য হয়।

শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলা রমজানপুরবাসীর উদ্যোগে এক সম্বর্ধনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাপ বলেন, আশা করি প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে তিস্তা চুক্তি হবে। বাংলাদেশ-ভারত তাদের নিজ নিজ স্বার্থ বিবেচনা নিয়েই চুক্তি সম্পাদন করবে।

সম্বর্ধনা অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আসাদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ কে এম নাসিরুল হক/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।