জনগণই আমার সেনাবাহিনী : সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন বলেছেন, জনগণের সঙ্গে তার সম্পর্ক, জনগণই তার সেনাবাহিনী। তার সেনাবাহিনী দরকার নেই।
শুক্রবার রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার তিন নম্বর বিজিবি গেটে এলাকায় জনসংযোগের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ করতে হবে যানজট সমস্যার সমাধান করা। আমি নির্বাচিত হলে প্রথমদিন থেকেই কাজ করতে পারবো। কারণ আমার বিরুদ্ধে কোনো মামলা নেই।
তিনি বলেন, ঢাকা সিটিতে নানাবিধ সমস্যা রয়েছে। যিনি মেয়র হবেন, এসব সমস্যা সমাধানে তাকে প্রথমদিন থেকেই কাজ করতে হবে। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনে বসবাসরত জনগণের জন্য প্রথমদিন থেকেই কাজ শুরু করবো।
নিজেকে ঢাকার সন্তান দাবি করে তিনি বলেন, ঢাকাবাসীর প্রতি আমার হক বেশি। আমি নির্বাচিত হলে নগরপিতা নয়, সন্তান হিসেবে নগরবাসীর সেবা করব।
এরপর নিউমার্কেট থেকে আজিমপুর কবরস্থানে গিয়ে বাবা মোহাম্মদ হানিফের করব জিয়ারত করেন সাঈদ খোকন।
উল্লেখ্য, সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘ইলিশ মাছ’ প্রতীক নিয়ে।
আরএস/পিআর