প্রতিরক্ষা চুক্তি হলে বঙ্গোপসাগর আক্রান্ত হবে: আলাল


প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৭ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

ভারতের সঙ্গে সম্ভাব্য বহুল আলোচিত প্রতিরক্ষা চুক্তি হলে বঙ্গোপসাগরে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আশঙ্কার কথা বলেন।

‘প্রতিরক্ষা চুক্তি নয়, তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

বিএনপি নেতা আলাল বলেন, ‘ভারতের সঙ্গে আমরা প্রতিরক্ষা চুক্তি চাই না। বাংলাদেশ যুদ্ধবাজ দেশ নয়, তারপরও প্রতিরক্ষা চুক্তি করা হলে বঙ্গোপসাগরে আক্রান্ত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোকে গুরুত্ব দেয়া উচিত। কিন্তু তা না করে দেশের স্বার্থবিরোধী প্রতিরক্ষা চুক্তির তোড়জোড় শুরু হয়েছে, যা খুবই অপ্রয়োজনীয়।’

আয়োজক সংগঠনের সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে মানববন্ধনে ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয় জোটের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

এমএম/এমএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।