খালেদার নির্বাচনী প্রচার বন্ধ চায় সহস্র নাগরিক কমিটি


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচার চালানো বন্ধ করতে ইসিকে উদ্যোগ নিতে বলেছে সহস্র নাগরিক কমিটি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সঙ্গে বৈঠককালে তারা এই দাবি করেন। বৈঠক শেষে সহস্র নাগরিক কমিটির নেতা সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল এ কথা জানান।

বৈঠককালে নেতারা সিটি কর্পোরেশন আইন এর ৬ ধারা (ক) ও (খ) উপধারার যুক্তি দেখিয়ে ইসিকে এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেছে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নেতৃত্বে সহস্র নাগরিক কমিটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে যান।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল শনিবার খালেদা জিয়ার ভূমিকা সিটি নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন কি না, তার ব্যাখ্যা চেয়েছিল সহস্র নাগরিক কমিটি। এবার বেগম জিয়ার নির্বাচনী প্রচার চালানো বন্ধ করতে ইসিকে উদ্যোগ বললেন তারা।

এসএইচ/এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।