খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা


প্রকাশিত: ০৮:২২ এএম, ২৩ এপ্রিল ২০১৫

নির্বাচনী প্রচারে নামার পঞ্চম দিন বুধবার রাজধানীর বাংলামোটরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে রমনা থানায় পাল্টাপাল্টি মামলা করেছে বিএনপি ও ছাত্রলীগ।

বিএনপির পক্ষে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল কাইয়ুম বাদী হয়ে মামলাটি করেন। এতে ৪০-৫০ জন অজ্ঞাত যুবককে আসামী করা হয়েছে।

একই ঘটনায় ছাত্রলীগ কর্মী বাবু হাসান রমনা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে অবৈধভাবে সমাবেশের অভিযোগে ৩০-৪০ জন অজ্ঞাত যুবককে আসামী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) এসএম জাহাঙ্গীর। তিনি জাগো নিউজকে বলেন, ‘বিভিন্ন তত্ত-উপাত্ত সংগ্রহ করে মামলা দুটি তদন্ত করা হবে।’

উল্লেখ্য, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে এ হামলা চালানো হয়। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে বের হয়েছিলেন তিনি।

এর আগেও নির্বাচনী প্রচারনার সময় কারওয়ান বাজারের খালেদার গাড়িতে হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করে যুবলীগ ও বিএনপি।

এআর/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।