ঘোমটা পরে ব্যবসা করতে চেয়েছিলেন খালেদা : ইনু


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৫ আগস্ট ২০১৪

খালেদা গণতন্ত্রের ঘোমটা পরে ব্যবসা করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ন্যাপের সাবেক প্রেসিডিয়াম সদস্য এমএ গণির বাংলাদেশ সাম্যবাদী দলে যোগদানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা গণতন্ত্রের ঘোমটা পরে ব্যবসা করতে চেয়েছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বে নাশকতার মাধ্যমে তার আসল রূপ প্রকাশ পেয়েছে। আসল রূপ প্রকাশ পাওয়ায় ব্যবসাটি তিনি আর করতে পারলেন না।  

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি গণতন্ত্রের পথে আসতে চান তাহলে সুষ্ঠু ধারার রাজনীতিতে আসুন। তা না হলে ময়লার টিনে বন্দি হয়ে যাবেন। কেউ আপনাকে সে টিন থেকে মুক্ত করতে পারবে না।

ইনু বলেন, খালেদা জিয়া খুনি-জঙ্গি ও রাজাকারদের সঙ্গে নিয়ে ক্ষমতা দখলের জন্য চক্রান্ত করছে। তবে তার এ অপচেষ্টা সফল হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।