৪ সেপ্টেম্বর আইজীবীদের আন্দোলন কর্মসূচি ঘোষণা


প্রকাশিত: ১১:১০ এএম, ২৫ আগস্ট ২০১৪

বিচারপতিদের অপসারণের (অভিসংশন) ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে আগামী ৪ সেপ্টেম্বর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে সুপ্রিম কোর্ট আইজীবী সমিতি। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

খন্দকার মাহবুব বলেন, আগামী ৩ সেপ্টেম্বর বৃহত্তর পরিসরে আবারও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করা হবে। এরপর ৪ সেপ্টেম্বর আইনজীবী সমিতির সাধারণ সভা শেষে অভিসংশন আইনের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সদস্যদের সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবীদের দ্বিতীয়বারের মতো মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র আইনজীবী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, এডভোকেট জসিম উদ্দিন সরকার ও এডভোকেট রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।