এনডিএফ প্রস্তাবিত নির্বাচনকালীন সরকার চায় এনপিপি


প্রকাশিত: ০২:৪১ এএম, ০২ এপ্রিল ২০১৭

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) প্রস্তাবিত নির্বাচনকালীন সরকার গঠনে সবাইকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। শনিবার বিকেল ৪টায় এনডিএফ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এ আহ্বান জানান তিনি।

সভার প্রস্তাবে বলা হয়, এনডিএফের এই সভা দেশে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এদের মদদদাতাদের খুঁজে বের করার দাবি জানানো হচ্ছে এবং দলমত নির্বিশেষে সব মহলকে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে।

প্রস্তাবে আরও বলা হয়, এনডিএফের এই সভা আগামী ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বাংলাদেশের ন্যায়সঙ্গত পানি চুক্তি বাস্তবায়নের দাবি জানাচ্ছে। তিস্তা ও ফারাক্কা চুক্তি না থাকার কারণে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ মরুভূমিতে পরিণত হচ্ছে। এর দায়ভার ভারত সরকারের বলে বাংলাদেশের ১৬ কোটি মানুষ বিশ্বাস করে।

সভায় ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, মহাসচিব মিজানুর রহমান মিজু, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভিন নাসের খান ভাসানী, কো-চেয়ারম্যান আবু হামিদুর রেজা খান পরশ ভাসানী, মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম আতিক, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান, মহাসচিব সৈয়দ রফিকুল ইসলাম, জাতীয় গণতান্ত্রীক পার্টির সভাপতি মহিউদ্দিন আহমেদ বাবলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান, ন্যাপ ভাসানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মো. বাবুল সরদার চাখারী, ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, ইসলামিক পার্টির মহাসচিব মহিউদ্দিন আহমেদ, এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির মজুমদার, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী আমানউল্লাহ মাহফুজ উপস্থিত ছিলেন।

এফএইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।