বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা


প্রকাশিত: ০৬:১৪ এএম, ২৫ আগস্ট ২০১৪

বিচারপতিদের অপসারণ কার্যক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ২৭ আগস্ট ঢাকা মাহানগরে ১৫টি স্থানে মিছিল ও সমাবেশ করবে জাতীয়তাবাদী দল।

এ ছাড়া ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ২০ দলীয় জোট ঢাকা মাহানগরসহ সারাদেশে মানববন্ধন পালন করবে।

সংবাদ সম্মেলনে উপিস্থিত ছিলেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আব্দুর লতিফ জনি। এ ছাড়া ২০ দলীয় জোটের কয়েকটি শরিক দলের মহাসচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।