আ.লীগ স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার কথা বলে, আবার স্বাধীনতা দিবসে অনুষ্ঠান করতে গেলে বাধা প্রদান করে। তারা স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করে, স্পিড ধারণ করে না।’
দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনের র্যািলিতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘স্বাধীনতার চেতনা হচ্ছে গণতন্ত্র। কিন্তু তার বাবার পর প্রধানমন্ত্রী দুই নম্বর বাকশাল কায়েম করছেন।’
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিএনপি সমালোচনা করছে, তবে ভারতের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে কি না; এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘দলের পক্ষ থেকে জেষ্ঠ্য নেতারা এর প্রতিবাদ করছেন। বিষয়টি নিয়ে লেখালেখি হচ্ছে। অন্য রাজনৈতিক দলও এই চুক্তির প্রতিবাদ জানাচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রতিরক্ষা চুক্তি নিয়ে কি ভাবছে তা ভারতের আমলে নেয়া উচিত। আর আমলে না নিলে ভাবব, তারা বাংলাদেশকে উপনিবেশ করার চিন্তা ভাবনা করছে।’
চীন থেকে সাবমেরিন কেনার পর ভারত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশের ওপর চাপ বৃদ্ধি করছে বলেও অভিযোগ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে দেশে চলমান জঙ্গি হামলা ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে সরকারদলীয় নেতাদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ, কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ।
এমএম/এসআর/জেআইএম