সিটি নির্বাচনে সবাই সেনা মোতায়েন চায় : খালেদা


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, নির্বাচনী প্রচারণায় তাকে বাধা দেয়া হচ্ছে। তিনি বলেন, যারা বাধা দিচ্ছেন তারা পানির স্রোতের মতো ভেসে যাবেন।

রোববার রাতে রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালি মার্কেটে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় সময় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, সিটি নির্বাচনে সবাই সেনা মোতায়ন চায়। কিন্তু সরকার ভোটচুরি করবে তাই সেনা মোতায়েন চায় না।

তিন সিটি কর্পোরেশনে কারচুপি না হলে বিএনপি প্রার্থী জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে উত্তরে নির্বাচনী প্রচারণা করতে গেলে সরকার সমর্থকদের বাধার সম্মখীন হন তিনি।

উল্লেখ্য, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলসমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

# নির্বাচনী প্রচারণায় বাধা : ফিরে আসছেন খালেদা

এমএম/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।