৪৬ বছরে গণহত্যা দিবসের স্বীকৃতি পাওয়া আক্ষেপের


প্রকাশিত: ০২:৫৪ এএম, ২৬ মার্চ ২০১৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘স্বাধীনতার ৪৬ বছরে এসে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে, এটা আক্ষেপের বিষয়।’

শনিবার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন সাবেক আইনমন্ত্রী শফিকুল ইসলাম।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠিত গণমাধ্যমে ৩০ লাখ মানুষকে হত্যার স্বীকৃতি দেয়া হলেও কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। যারা শহীদদের সংখ্যা নিয়ে ঘৃণা প্রকাশ করেন, তাদের ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা নেই।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের অনুপস্থিতিতে বিচারের ব্যবস্থা করতে হবে এবং আমাদের যে সম্পদের ধ্বংস করা  হয়েছে তার ক্ষতিপূরণ আদায়ে জনমত গঠন করা হবে।’

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আজকের দিনটি অন্যন্যবারের চেয়ে ব্যতিক্রম। জেনারেল নিয়াজীর বইতে লিখা আছে ২৫ মার্চ প্রায় ৫০ হাজার লোককে হত্যা করা হয়। এটা পালন করার মাধ্যমে রাজনীতিকে সামনে নিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে ২৫ মার্চের ঘোষণাপত্র পাঠ করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আলোচনা সভা শেষে একটি আলোর মিছিল জগন্নাথ হলের শহীদদের স্মৃতিফলকে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল হক সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শিরন আক্তার, সম্মিলিত সাংস্কিৃতিক জোটের সভাপতি নাসির ইউসুফ বাচ্চু প্রমুখ।

এমএইচ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।