উত্তরায় খালেদার প্রচারণা : নেতাকর্মীদের ঢল
দ্বিতীয় দিনে রাজধানীর উত্তরায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকেল ৫টা থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। এর আগে বিকেল সাড়ে ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া।
এদিকে রাজপথে খালেদা জিয়ার উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইছেন তিনি।
তবে খালেদা জিয়া উত্তরার আজমপুর এলাকায় পৌঁছালে সেখানে ছাত্রলীগ ও যুবলীগের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী ‘আমার ভাই মরলো কেন, খালেদার কাছে জবাব চাই’, ‘পাকিস্তানের খালেদা পাকিস্তানে ফিরে যা’ বলে স্লোগান দেয়া শুরু করেন।
এসময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখার সময় উত্তরায় বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা অব্যহত রেখেছেন খালেদা জিয়া। প্রচারণায় খালেদার সঙ্গে দলটির বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এমএম/বিএ/আরআইপি