সন্ত্রাসীরা বিকল্প রাজত্ব কায়েম করেছে: খালেদা


প্রকাশিত: ০২:৪৭ এএম, ২৩ মার্চ ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সন্ত্রাসীরা আজ আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। পৃথিবীর নানা দেশে সন্ত্রাসীরা দুর্বিনীত পন্থায় বিকল্প রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, তাদের বেপরোয়া মরণখেলায় যেভাবে সাধারণ মানুষের রক্ত ঝরছে তা মর্মস্পর্শী এবং অবিশ্বাস্য। এরা রাষ্ট্র ও সমাজে মানুষের স্বাভাবিক জীবনপ্রবাহ রুদ্ধ করে দিতে উঠেপড়ে লেগেছে।

যুক্তরাজ্যের লন্ডনে অধিবেশন চলার সময় পার্লামেন্ট ভবনের বাইরে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া।

বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন দেশে তাদের রক্তমাখা কর্মকাণ্ড সমাজজীবনকে আতঙ্কিত ও নির্বিকার করে তুলেছ। এদের উপর্যুপরি নানা পৈশাচিক কায়দায় মানুষ হত্যার যে বিভৎসতা বিশ্ববাসী অবলোকন করছে,তাতে মানবসমাজে অনিবার্য বিপন্নতা, ভীতি ও গতিহীনতার অচলায়তন সৃষ্টি হচ্ছে।

খালেদা জিয়া বলেন,এই সন্ত্রাসীরা মানবজাতির শত্রু। এরা মানবসভ্যতার সব কীর্তি ধুলায় নিশ্চিহ্ন করে দিয়ে আদিম বর্বরতার দিকে পৃথিবীকে নিয়ে যেতে চাচ্ছে। এরা মধ্যযুগের বর্বর হিংস্রতার অনাবৃত কুৎসিত রুপ। এদের দমন করতে এই মূহুর্তে বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, নইলে মানবসম্প্রদায় এক দিশাহীন গাঢ় অন্ধকারের মধ্যে নিপতিত হবে।

তিনি বলেন, লন্ডনের সন্ত্রাসী ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও নারীসহ নিরীহ মানুষ যারা হতাহত হয়েছেন তাতে বেদনার্ত যুক্তরাজ্যবাসীর মতো আমিও সমব্যথী।

ধৈর্য ও সাহসিকতার সাথে এই ঘটনা মোকাবেলা ও অপরাধীদের শাস্তি বিধানে যুক্তরাজ্য সরকার সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন খালেদা জিয়া।

নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি নিজে ও বিএনপি এ ঘটনায় যুক্তরাজ্যের জনগণের পাশে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি চেয়ারপরসন।

এমএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।