সাক্কুর পক্ষে প্রচারণায় কেন্দ্রীয় ১৩ নেতা


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২০ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ও ২০ দল সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনে দলের ১৩ কেন্দ্রীয় নেতা অংশ নিয়েছেন। পৃথক পৃথক ভাবে নির্বাচনী এলাকার বিভিন্ন স্পটে এই প্রচারণায় অংশ নেন তারা।

সোমবার সন্ধ্যায় কুসিক নির্বাচনে কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়কারী শামসু্দ্দিন দিদার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নেতৃত্বে বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, কেন্দ্রীয় সদস্য সালাহ উদ্দিন ভূইয়া শিশির, একরামুল হক বিপ্লবের সমন্বয়ে গঠিত টিম নগরীর ১৫নং ওয়ার্ডেও বজ্রপুর চৌমুহনীতে পথসভা,  চকবাজার চৌমুহনী, কাশারীপট্টি, বজ্রপুর প্রাথমিক বিদ্যালয় এলাকা, বজ্রপুর চৌমুহনীতে পথসভা, প্রফেসর পাড়া, চর্থা চৌহমুনী, হোচ্ছামিয়া স্কুল, দাড়োগাবাড়ী, ইউসুফ স্কুল রোড, রাজগঞ্জ স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে শওকত মাহমুদ বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে ভোট প্রার্থনা করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক ২৩নং ওয়ার্ডের নন্দপুর বিশ্বরোড, বাতাবাড়িয়া, নন্দনপুর, চাঙ্গিনী গ্রামে গণসংযোগ করেন। দুপুর ১২টায় জয়পুর (দ.) পাড়া সমবায় সমিতির ঘরে উঠান বৈঠক করেন। দুপুর সাড়ে ১২টায় জয়পুর উত্তর পাড়ায় এবং বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

Bnp

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য ও কুসিক নির্বাচনের বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক শামসুদ্দিন দিদারের সমন্বয়ে একটি টিম ধর্ম সাগর পাড়, বাদুরতলা, ঝাউতলা বিভিন্ন স্থানে গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদসহ ফেনী জেলার নেতা-কর্মীদের সমন্বয়ে একটি টিম ১৯নং ওয়ার্ডের রাজাপাড়া, নেওড়া, ঢুলিপাড়া, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব:) আনোয়ারুল আজিম এবং সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া নগরীর ১৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচার পত্র বিতরণ করেন। এসময় তারা ধানের শীষ মার্কায় ভোট চান।

এমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।