সিটি নির্বাচন : কেন্দ্র পাহারায় কমিটি গঠন


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৭ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন মনিটরিং করতে জন্য ৫৭টি ওয়ার্ডে আটটি কমিটি গঠন করেছে ২০ দলীয় জোট। ২৮ এপ্রিল নির্বাচনের দিন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এ কমিটি কেন্দ্রের পাহারায় থাকবে।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন সমন্বয় কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয়। এ ছাড়া কমিটি সদস্যরা বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় করে সার্বিক বিষয় কেন্দ্রকে অবহিত করবে।

আট কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও সদস্য সচিব করা হয়েছে কারাবন্দি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে।

তবে গয়েশ্বর চন্দ্র কারাগারে থাকায় কমিটির আরেক সদস্য যুবদল নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দায়িত্ব পালন করবেন।

এমএম/এএইচ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।