`তাদের অপচেষ্টা সফল হতে দেবে না সরকার`
বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তাদের অপচেষ্টা সরকার সফল হতে দেবে না।
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১ আয়োজিত `গণহত্যা ১৯৭১ : ইতিহাস ও দায়বদ্ধতা` শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, তারা প্রথমে যুদ্ধাপরাধীদের বিচারকে বানচালের জন্য অনেক চেষ্টা করেছে। তবে প্রধানমন্ত্রীর কারণে তারা ব্যর্থ হয়েছে। তারা এখন নতুন করে ষড়যন্ত্রে করছে। তাদের এ অপচেষ্টাও সরকার ব্যর্থ করে দেবে।
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার জন্য বর্তমান সরকার সব ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, ১৯৭১ সালে জাতিসংঘকে পাকিস্তানের পক্ষ নেয়ার জন্য যে বিশ্ব মোড়ল কাজ করেছিল সেই একই শক্তি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা ঘোষণা করার ক্ষেত্রে নতুন করে বাঁধা সৃষ্টি করতে পারে। সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আয়োজক সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে.এম. শফিউল্লাহ, মহাসচিব হারুন হাবীব প্রমুখ।
এএস/এএইচ