বনানী কবরস্থানে দাফন করা হবে হাসান রাজাকে


প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৮ মার্চ ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রাজাকে(৭৩) রোববার বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে বাদ জোহর বনানী ডিওএইচএস মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শনিবার দুপুর ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অনেক শুভাকাঙ্খীকে রেখে গেছেন।

এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজায়’ আনা হলে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।

পরিবারের সদস্যরা জানান, রাতে লন্ডন থেকে মরহুমের মেয়ে প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ দুই মেয়ে ঢাকায় পৌঁছাবেন।
রাতে মরদেহ বনানীর বাসায় নেয়া হবে। মেয়ে শ্রদ্ধা জানানোর পর মরদেহ আবার ইউনাইটেড হাসপাতালের হিমঘরে নিয়ে রাখা হবে।

এমএম/এএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।