নিবন্ধন নিয়ে চিন্তিত নয় বিএনপি : আমীর খসরু


প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০১৭
ফাইল ছবি

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তা নিয়ে অনেক আলোচনা চলছে। এমনকি নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে, এমন কথাও বলা হচ্ছে। তবে এ নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক গোলটেবিল আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী  এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়।

আমির খসরু বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা- সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। এমনকি নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে-এমন কথাও বলা হচ্ছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটা প্রমাণিত তখনই। সুতরাং নিবন্ধন নিয়ে যাদের চিন্তা ওনারা সেই চিন্তাতেই থাকুন। এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই- বিএনপিকে নিবন্ধনের ভয় দেখিয়ে নির্বাচনে নিয়ে যাবেন-এমন ভরসা না করাই ভাল। কারণ ৫ জানুয়ারির মতো নির্বাচনে বিএনপি যাবে না।’

নিবন্ধনের ভয়ে বিএনপি এ ধরনের নির্বাচনে যাবে ভাবলে বোকার রাজ্যে বাস করা হবে বলেও মন্তব্য করেন চট্টগ্রাম মহানগরের বিএনপির সাবেক এ সভাপতি। আবারও জনগণকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, দেশের বৃহৎ একটা দলের নিবন্ধন নিয়ে কেউ হেলাফেলা করবে, আর দেশের জনগণ বসে বসে দেখবে  তা হতে পারে না। সুতরাং নিবন্ধনের ভয় দেখিয়ে লাভ নেই।

তার চেয়ে বরং নির্বাচন ব্যবস্থার উপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা ফেরানোর চেষ্টা করুন সরকারের উদ্দেশ্যে বলেন আমীর খসরু।

এমএম/এমএমএ/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।