ভেদাভেদ ভুলে আইনজীবীদের ভোট দেয়ার আহ্বান খালেদার


প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৬ মার্চ ২০১৭

আগামী বুধবার (২২ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিসমর্থিত প্রার্থীদের ‘ভেদাভেদ’ ভুলে একযোগে ভোট দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী কর আইনজীবীদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান খালেদা।

কর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ মল্লিকের সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এ গফুর মজুমদার, মো. আব্বাস উদ্দিন, রমিজউদ্দিন আহমেদ, কর আইনজীবী ফোরামের সহ-সভাপতি একেএম নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ অর্ধশতাধিক কর আইনজীবী উপস্থিত ছিলেন।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।