তাবিথের পক্ষে প্রচারণায় মওদুদ


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় নেমেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

বুধবার মওদুদের পাশাপাশি প্রচারে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি শফিউল আলম প্রধানও অংশ নেন। তাবিথের সঙ্গে প্রচারে নেমে তারা উভয়ই ভোটও চেয়েছেন।

তাবিথের পক্ষে ভোট চেয়ে প্রচারে নেমে মওদুদ আহমেদ বলেন, ‘২৮ এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটে নীরব বিপ্লব ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ভোট চুরি ও কারচুপি ঠেকাতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’

তাবিথ আউয়াল তার পক্ষে জনগণের সমর্থন প্রত্যাশা করে ব্যালটের মাধ্যমে রায় দেওয়ার অনুরোধ করেন। বেলা সাড়ে তিনটার দিকে শ্যামলী খেলার মাঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তাবিথ। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, কৃষি মার্কেট, রিং রোড হয়ে লালমাটিয়ায় প্রচার চালান তিনি। এসময় ওই দুই নেতাকে সঙ্গে পান তিনি।

একে/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।