দোজখে যাবে জামায়াত : শাজাহান খান


প্রকাশিত: ০৮:০৩ এএম, ২৩ আগস্ট ২০১৪

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, কোরআন হাদিস যদি সত্য হয়, তাহলে একথা নিশ্চিত জামায়াতে ইসলামের বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চিন্তভাবে তারা দোজখে যাবে। কারণ ধর্মের নামে কুরআন শরীফ হাতে নিয়ে যত সব মিথ্যা ও অপকর্ম করছে। এটা কোনো ধর্মের কাজ হতে পারে না। মাদারীপুরে আজ শনিবার সকাল ১১টায় স্বাধীনতা অঙ্গন লেকেরপাড়ে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

নৌমন্ত্রী বলেন, বিএনপিও ধর্মকে তাদের অপকর্মের জন্য ব্যবহার করেছে। ধর্ম কারো অপকর্মের দালাল হতে পারে না। ধর্ম পবিত্র জিনিস। ধর্মকে ব্যবহার করে অপকর্ম করার জন্য ব্রিটিশ আমল থেকেই তারা ব্রিটিশের দালালি করেছে। পাকিস্তানের দালালি করেছে জামায়াতে ইসলাম। মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুল হক ভূইয়া, ফরিদপুর জেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম মিয়া, মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।