পহেলা বৈশাখে আওয়ামী লীগের বর্ণিল শোভাযাত্রা
পহেলা বৈশাখে বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বর্ণিল শোভাযাত্রা বের করবে। রাজধানীর পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে সকাল ৮টায় এ শোভাযাত্রাটি বের হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। শোভাযাত্রায় বাঙালির লোকজ সংস্কৃতির নানা মোটিভ শোভা পাবে।
রোববার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এ ঘোষণা দেন। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বাঙালির হাজার বছরের লোকায়ত সংস্কৃতির নানা উপকরণ থাকবে এ শোভাযাত্রায়। চিরায়ত সেসব অনুষঙ্গের মধ্যে ঢাক-ঢোল, কলসি, দেশীয় সংস্কৃতির নানা বাদ্যযন্ত্র, গরুর গাড়ি, ঘোড়ার গাড়িসহ আরও নানা উপকরণে সাজবে এ শোভাযাত্রা।
দলীয় নেতাকর্মীদের ব্যাপকভাবে শোভাযাত্রায় অংশ নেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্যরা বাংলার ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য মিছিল সহকারে এসে বাহাদুর শাহ পার্কে মিলিত হবেন। এছাড়া ঢাকা মহানগরীর সকল ওয়ার্ড, থানা ও ইউনিয়ন নেতাদেরও নেতাকর্মীদের নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য মায়া আহ্বান জানান।
আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোকেও নিজ নিজ ব্যানারে বড় বড় মিছিল নিয়ে শোভযাত্রায় যোগ দেয়ার আহ্বান জানানো হয়। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ ছাড়াও মহনগরীর বিভিন্ন ওয়ার্ড, থানার ও ইউনিয়নের নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিএ/এমএস