বিএনপি নেতা মুন্নুকে দেখতে ল্যাব এইডে খালেদা


প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১১ মার্চ ২০১৭

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুকে শনিবার রাতে দেখতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে যান তিনি।

দলটির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসময় মুন্নুর শয্যার পাশে কিছু সময় অবস্থান করে চিকিৎসকদের কাছ থেকে মুন্নুর চিকিৎসার খোঁজ-খবর নেন খালেদা জিয়া। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

মুন্নু সিরামিকের প্রতিষ্ঠাতা শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নু ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন। ৯২ বছর বয়সী মুন্নুর হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।

এসময় উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মইনুল ইসলাম শান্ত, কেন্দ্রীয় নেতা আমিনুল হক, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের নেতারা।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।