অর্থমন্ত্রীর পদত্যাগের ব্যবস্থা করতে এনডিএফ`র আহ্বান


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১০ মার্চ ২০১৭

নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে ন্যাশনালিস্ট ডোমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। শুক্রবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ওয়ার্কিং কমিটির এক সভায় এ আহ্বান জানানো হয়।

সভার বলা হয়, জাতীয় স্বার্থ বিরোধী ড. মোহাম্মদ ইউনূসের প্রশংসা অর্থমন্ত্রীর বক্তব্য মানসিক ভারসম্যহীন আচরণ। এনডিএফ বয়বৃদ্ধ অর্থমন্ত্রীকে পদত্যাগের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাচ্ছে।

আরেক প্রস্তাবে বলা হয়, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট উৎকন্ঠের সঙ্গে লক্ষ্য করছে, নব নির্বাচিত নির্বাচন কমিশনকে বিএনপি-জামায়াত জাতীর সামনে বিতর্কিত করে তুলতে চাচ্ছে। এনডিএফ সুষ্ঠ নির্বাচনের স্বার্থে বিএনপি-জামায়াতের এই ষড়যন্ত্রমূলক আচরণ পরিহার করার আহ্বান জানাচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) আহ্বায়ক শেখ শওকত হোসেন নিলু। এছাড়া সভায় জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহমেদ বাবলু, তৃণমূল ন্যাপ ভাসানীর চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, ন্যাপ ভাসানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব মহিউদ্দিন আহম্মেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ন কবির।

জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের মহাসচিব সৈয়দ রফিকুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান, তৃণমূল ন্যাপ ভাসানীর মহাসচিব মনোয়ারুল হক মেরনি,  ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব কাজী আমানুল্লাহ মাহফুজ, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য মো. বাবুল সরদার চাখারী, মো. আনিসুর রহমান দেওয়ান, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মাহমুদুল হক আক্কাছ উপস্থিত ছিলেন।

এফএইচএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।