সিটি নির্বাচন : জোনায়েদ সাকির ইশতেহার ঘোষণা


প্রকাশিত: ০২:২২ পিএম, ১১ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে গণসংহতি আন্দোলন সমর্থিত মেয়র প্রার্থী জোনায়েদ সাকি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার পড়ে শোনার জোনায়েদ সাকি।

নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে- নাগরিক মর্যাদা ও অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক প্রশাসন গঠন, নগরের প্রকৃতি ও পরিবেশ রক্ষা, নগর পরিবহনে ভোগান্তি কমানো, খাদ্যে ভেজাল ও বিষক্রিয়া রোধ, স্বাস্থ্য সেবা নিশ্চিতে নানা জীবনমুখী পদক্ষেপের প্রতিশ্রুতি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা করা হবে নগর সরকারের অগ্রাধিকার কর্মসূচি। সিটি কর্পোরেশনের আয়ে মাধ্যমিক স্তর পর্যন্ত নতুন নতুন বিদ্যালয় নির্মাণে নগর কর্তৃপক্ষকে উদ্যোগী করা এবং উচ্চ আয়ের নাগরিকদের উচ্চক্রম হারে শিক্ষা কর আদায়।

নির্বাচনে টেলিস্কোপ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিকতা করছেন গণসংহতি আন্দোলন সমর্থিত মেয়র প্রার্থী জোনায়েদ সাকি।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।