সিটি নির্বাচন : ২০ দলীয় নেতা-কর্মীদের মুক্তি দাবি


প্রকাশিত: ১২:৫১ পিএম, ১১ এপ্রিল ২০১৫

২০ দলীয় জোটের নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে চলতি সিটি নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিন মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।

বিএনপি এই নেতা বলেন, দেশের গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে হবে। সকল ধরনের রাজনৈতিক বিরোধ ও হিংসা দূর করে গণতন্ত্রের নতুন পথ সৃষ্টি করতে হবে।

আসাদুজ্জামান রিপন গণতন্ত্রকে এগিয়ে নিতে ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের সহযোগিতা কামনা করে বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। এতে সরকারের কোনো অসুবিধা নেই। আমরা সরকারের এ বক্তব্যে আস্থা ও বিশ্বাস রাখতে চাই। আর এজন্যই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য আমাদের দলের কারারুদ্ধ ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী আহমেদসহ সব নেতাদের মুক্তি দিতে হবে।

সিটি কর্পোরেশন নির্বাচনটি অনেক আগেই হওয়া দরকার ছিল উল্লেখ করে রিপন বলেন, কারণ দীর্ঘদিন ধরে রাজধানীর মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাই আমরা (বিএনপি) সিটি নির্বাচনে অংশ নিয়েছি। বিএনপি সব সময় প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে পছন্দ করে। কিন্তু সরকার অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে ভয় পায়।

সরকার বিএনপির প্রার্থীদের নামে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চক্রান্ত করছে বলেও তিনি অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।