সালাহ উদ্দিনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ডিনাই করছে : মওদুদ


প্রকাশিত: ১২:০০ পিএম, ১০ এপ্রিল ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই আছেন। তবে তারা বিষয়টি ডিনাই করছেন বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার সালাহ উদ্দিনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাসায় গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সালাহ উদ্দিনের নিখোঁজের বিষয়ে অসম্ভব রকম উদ্বিগ্ন। খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন।

সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজের এক মাস উপলক্ষে শুক্রবার দলের পক্ষ থেকে তার বাসভবনে যান ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি এ সময় সালাহ উদ্দিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমদ। স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি।

এমএম/এএইচ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।