হাতী ছেড়ে মগ প্রতীক নিয়েছেন আব্বাস


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১০ এপ্রিল ২০১৫

হাতী প্রতীক না পাওয়ায় মগ প্রতীক নিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটে তাকে মগ প্রতীক বরাদ্দ দেন দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আরও পাঁচ মেয়র প্রার্থী হাতী প্রতীক পেতে আবেদন করায় মগ প্রতীক নিয়েই নির্বাচন করবেন আব্বাস। টানা এক ঘণ্টা প্রার্থীদের সঙ্গে সমঝোতা করতে ব্যর্থ হওয়ায় আব্বাসের প্রতিনিধিরা মগ প্রতীক নির্ধারণ করেন।

এর আগে সরকার সমর্থিত প্রার্থী সাঈদ খোকনকে ইলিশ মাছ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।