নগরের সন্তান হয়ে কাজ করতে চান খোকন


প্রকাশিত: ১১:১২ এএম, ০৯ এপ্রিল ২০১৫

নগর পিতা নয়, বরং মানুষের সন্তান হিসেবে কাজ করতে চান বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সাঈদ খোকন।

বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী ধোলাইপাড়ের গ্রিনহাউজ কমিউনিটি সেন্টারে শ্যামপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ‘আমার পিতা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, আপনারাই আমার পিতা-অভিভাবক। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে নগরের পিতা নয়, সন্তান হিসেবে আপনাদের আলিঙ্গন করবো, শ্রদ্ধা করবো।’

খোকন তার বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফ ও নানা ঢাকার শেষ সরদার মাজেদ সরদারের স্মৃতিচারণ করে বলেন, অর্ধশতাব্দী ধরে ঢাকার সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তারা ঢাকার মানুষের জন্য কাজ করে গেছেন।

তিনি বলেন, ‘বুডিগঙ্গার কোল ঘেঁষে এ শহর ঢাকা। এটি একটি আবেগ-ভালোবাসার শহর। এর মধ্যে রয়েছে স্মৃতি-মায়ার বন্ধন। পৃথিবীর বহু দেশ রয়েছে, যেখানে ঢাকা থেকে নাগরিক সুযোগ-সুবিধা বেশি। কিন্তু ঢাকায় যে মায়া আর আবেগের সম্পর্ক রয়েছে, তা অন্য কোথাও নেই।’

বিএনপি-জামায়াতের সহিংসতায় ওই এলাকায় একটি শিশু হত্যা করা হয়েছে উল্লেখ করে সাঈদ খোকন বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেয়ার আহবান জানিয়ে ২৮ এপ্রিল ব্যালটের মাধ্যমে তাকে নির্বাচিত করার অনুরোধ জানান।

শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ড. আবদুর রাজ্জাক, বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য এসএম কামাল হোসেন, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক সানজিদা খানম এমপি।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।