ককটেল হামলায় জামায়াত-শিবিরের ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট


প্রকাশিত: ০৯:১১ এএম, ২১ আগস্ট ২০১৪

চট্টগ্রাম নগরে ককটেল হামলার ঘটনায় নগর শিবিরের সভাপতি আ ন ম মশরুর হোসাইনসহ জামায়াত-ছাত্রশিবিরের ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পৃলিশ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আদালতের নিবন্ধন শাখায় অভিযোগপত্রটি দেয় নগরের কোতোয়ালি থানার পুলিশ।

জানা যায়, অভিযোগপত্রটি নিবন্ধন শাখায় জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। পরে মহানগর হাকিমের কাছে এটি উপস্থাপন করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ, গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি ও তদন্তে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী রাখা হয়েছে।

অভিযুক্ত ১৩ আসামি হলেন চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি আ ন ম মশরুর হোসাইন, দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা ফেরদৌস কোরেশী, কোতোয়ালি থানা জামায়াতের আমির ফয়সাল মোহাম্মদ ইউনুছ, দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল তারেক হোসাইন, মহানগর উত্তরের সভাপতি নুরুল আমিন, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রশিবিরের সাথি আলতাফ হোসেন, আ ন ম হারুন, দেলোয়ার হোসেন, মঞ্জুর আলম, কফিল উদ্দিন, মিজানুর রহমান ও আমজাদ আলী।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ মার্চ ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে মিছিল থেকে ছোড়া ককটেলে আহত হয় স্কুলশিক্ষার্থী অন্তু বড়ুয়া। মায়ের সঙ্গে কোচিং সেন্টারে যাওয়ার পথে নগরের মোমিন রোডে চোখে আঘাত পায় অন্তু। পরদিন ২৯ মার্চ কোতোয়ালি থানার এসআই জাফর ইকবাল বাদী হয়ে মামলা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।