স্ত্রীকে দিয়ে আব্বাসের প্রচারণা শুরু


প্রকাশিত: ১১:১৩ এএম, ০৮ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা মির্জা আব্বাস তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। তবে প্রচারণার শুরুর দিন মাঠে দেখা যায়নি তাকে। তার বদলে স্ত্রী আফরোজা আব্বাস বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুর স্কুলের সামনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এদিকে, সকাল ১০টায় আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর আফরোজা আব্বাস এখনো ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি হয়নি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

মির্জা আব্বাস এখনো কেন মাঠে নামেননি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ করার দায়িত্ব সরকারের। সবাই যেন মাঠে নামতে পারেন, সে দায়িত্বও সরকারের। আব্বাস যদি জামিন না পান, তাহলে তো তিনি মাঠে নামতে পারবেন না।

তিনি আশা প্রকাশ করে বলেন, মির্জা আব্বাস জামিন পাবেন এবং অবিলম্বে নির্বাচনী প্রচারে মাঠে নামবেন। এসময় এলাকায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল করে, শ্লোগান দিয়ে নির্বাচনী প্রচার চালান।

উল্লেখ্য, বুধবার গোড়ান থেকে ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো ও ৫ নম্বর ওয়ার্ডের কমলাপুরে এবং সবশেষে ২০ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাবেন বলে জানান তিনি।

২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনের বিধি অনুযায়ী প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ পেয়েছেন মঙ্গলবার থেকেই।

এএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।