জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে : হাছান


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত এক প্রতিবাদ সামবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্কুল কলেজ, রাস্তা-ঘাটে মানুষের উপস্থিতি দেখলে কেউ বলবে না, আজকে হরতাল ডাকা হয়েছে। দেশের মানুষ সম্পূর্ণভাবে এ হরতাল প্রত্যাখ্যান  করেছে। যারা হরতাল ডেকেছেন, তাদের যদি লজ্জা থাকে তাহলে তারা আর এই ইস্যুতে কথা বলবেন না। ভবিষ্যতে আর এই ইস্যূতে হরতাল ডাকবেন না।’

হাছান মাহমুদ বলেন, ‘আজকে সারা দেশে অবস্থা দেখার পর তারা অনুধাবন করতে পারবনে যে তাদের দাবির সঙ্গে জনগণ নেই। ভবিষ্যতে লজ্জা থাকলে আর হরতাল ডাকবেন না। এই হরতালে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস। এছাড়া বিএনপিও এই হরতালে সমর্থন দিয়েছে। জঙ্গিগোষ্ঠী, স্বাধীনতা বিরোধী, প্রতিক্রিয়াশীল তারা সবাই এই হরতালে সমর্থন দিয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই জঙ্গিগোষ্ঠী, স্বাধীনতাবিরোধী, প্রতিক্রিয়াশীলদের সঙ্গে হরতাল আহ্বানকারীরা ঐক্য করেছে। বাংলাদেশের জনগণ জঙ্গীগোষ্ঠী, স্বাধীনতাবিরোধীদের যেভাবে প্রত্যাখ্যান করেছে আজকের হরতাল আহ্বানকারীদেরও সেইভাবে প্রত্যাখ্যান করেছে।’

বামদলগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলেন, কিন্তু যারা মাসে তিন হাজার টাকার গ্যাস ব্যবহার করেন তাদের পাশে না দাঁড়িয়ে যারা উপকারভোগী, সুবিধাভোগী তাদের পাশে দাঁড়িয়েছেন।’

হাছান বলেন, ‘আমি আহ্বান জানবো, অহেতুক ইস্যু সৃষ্টি করে জঙ্গিগোষ্ঠী, প্রতিক্রিয়াশীল, স্বাধীনতাবিরোধীদের কাছে আপনার অস্ত্র তুলে দেবেন না। দেশ পরিচলনার ক্ষেত্রে প্রগতিশীল ভাইদের আমরা সঙ্গে পেতে চাই। আপনাদের গঠনমূলক সমালোচনা অবশ্যই আমরা স্বাগত জানাই। অহেতুক বিএনপি ও ২০ দলীয় জোটের সঙ্গে সুর মিলিয়ে দয়া করে কথা বলবেন না। পরামর্শ থাকলে সরকারকে দিন সরকার অবশ্যই তা গ্রহণ করবে।’

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক ফজুলল হক প্রমুখ।

এইউএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।