আব্বাস মাঠে নামছেন বুধবার


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাস মাঠে নামছেন বুধবার। এদিন সকাল সাড়ে ৯টা থেকে গণসংযোগ শুরু করবেন তিনি। মঙ্গলবার মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণা মিডিয়া উইংয়ের পক্ষে মাহমুদ হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ওইদিন (বুধবার) সকাল সাড়ে ৯টায় মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সহ-সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে খিলগাঁও থানার শান্তিপুর স্কুলের সামনে থেকে গণসংযোগ শুরু হবে। এরপর ৪ নম্বর ওয়ার্ড (সাবেক-২৭), বাসাবো, মাদারটেক, ৫ নম্বর ওয়ার্ড (সাবেক-২৮), বৌদ্ধমন্দির এলাকা, বাসাবো এবং ২০ নম্বর ওয়ার্ড (সাবেক-৫৬), ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায় মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের গণসংযোগ সমন্বয়কারী হিসেবে রয়েছেন ডা. রফিকুল ইসলাম।

এএইচ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।