টিকে গেলেন তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি নির্বাচনে টিকে গেলেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। শুনানির প্রেক্ষিতে রাত সাড়ে ৮টার দিকে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন বিভাগীয় কমিশনার।

এর আগে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের পর তার ছেলে তাবিথ আউয়ালের বিরুদ্ধেও ঋণ খেলাপির অভিযোগ এনে মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছিল সোনালী ব্যাংক। এ যাত্রায় বেঁচে গেলেন তাবিথ।

গত ২৯ মার্চ মনোনয়নপত্র বাছাইকালে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে উত্তরের রিটার্নিং কর্মকর্তা।

শনিবার আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে এ আবেদন করে সোনালী ব্যাংক। এরপরই এই শুনানি হয়।

এএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।