খালেদার বাড়ি ফেরা সরকারের বিজয় : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ফেরাকে সরকারের বিজয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, এ বিজয় জনগণের, এই বিজয় ধরে রাখতে হবে। আর কেউ উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে সদা-সর্বদা তা মোকাবেলা করতে হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী উনার ‘গুহা’ থেকে বের হয়েছেন। উনি আসলে ভেবেছিলেন উনার অফিসে বসে আওয়ামী লীগকে পরাজিত করে ফুলের মালা গলায় দিয়ে বের হবেন।

খালেদা জিয়ার দেশের ‘স্বার্থবিরোধী’তৎপরতা রুখে দিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সক্রিয় থাকতেও আহ্বান জানান দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

খালেদা জিয়া ‘পরাজিত’ হওয়ায় ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নেতাদের অভিনন্দন জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।