বিএনপির উচিত সরকারের পতন ঘটানো : কাদের সিদ্দিকী


প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপির নেতা-কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই ‘অবৈধ’ সরকারের পতন ঘটানো উচিত। কিন্তু বিএনপি হরতাল-অবরোধ দিলেও দলটির  নেতা-কর্মীরা গ্রেফতারের ভয়ে মাঠে নামছে না।

মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এই কথা বলেন।
 
কাদের সিদ্দিকী অভিযোগ করে বলেন, আমি স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান নেওয়ার কারণে আশুলিয়ার প্রশাসন স্মৃতিসৌধের মূল ফটকের লাইটগুলো বন্ধ করে রেখেছিল, যা দুঃখজনক।

সোমবার বিকাল ৫টা থেকে সাভারে কাদের সিদ্দিকী ১৬ ঘণ্টা অবস্থান করেন। পরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে রওনা হন।

এএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।