‘শেখ হাসিনা ক্ষমতায় এলেই মুক্তিযোদ্ধারা ভালো থাকে’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, যখনই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তখনই মুক্তিযোদ্ধারা ভালো থাকে। মুক্তিযোদ্ধাদের মূল্যায়নও আওয়ামী লীগ সরকারের আমলেই হয়। মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোসহ তাদের সন্তান ও নাতি-নাতনিদের চাকরি বিশেষ কোটা ,পড়ালেখার বিশেষ সুবিধা দেয়া হয়।
শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে শরীয়তপুর জেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে। জাতির জনকের নেতৃত্বে ও নির্দেশে দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখেছিল বলেই আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু ১৫ আগস্ট জাতির জনককে হত্যার পর ’৭৫ থেকে ১৯৯৬ সালের আগে যারাই ক্ষমতায় এসেছিল তারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেনি। কারণ তারা কেউই স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। সে কারণে তারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেনি।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন নাসির উদ্দিন প্রাইক, জাহানউল্লাহ হাওলাদার, ইদ্রিস আলী মাতবর, মোসলেম উদ্দিন মাস্টার, মোশাররফ হোসেন মুছা, শাহজাহান বুলি, লুৎফর রহমান ঢালি, জসিম উদ্দিন প্রমুখ।
এসময় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক টিংক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা আওয়ামী লীগ মহিলা লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এফএইচএস/এএইচ/আরআইপি