ঢিলেঢালাভাবে চলছে জামায়াতের হরতাল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে চলছে সারাদেশে।
সোমবার রায় ঘোষণার পরপরই ঢাকা মহানগর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ও বুধবার হরতাল পালনে দেশবাসীকে আহ্বান জানানো হয়।
হরতালের প্রথম দিনে অনেকটা স্বাভাবিক রয়েছে জনজীবন। রাস্তায় চলছে সব ধরনের যানবাহন।
উল্লেখ্য, সোমবার সকাল ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
বিএ/পিআর