পুলিশ মোতায়েন হলো খালেদার বাসায়
গুলশানের বাসায় ফেরার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাত সদস্যের পুলিশের একটি দল বাসার সামনে অবস্থান নেয়।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ম্যাডাম বাসায় ফেরার কারণে তার নিরাপত্তা জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এক উপ-পরিদর্শক (এসআই) নেতৃত্বে ছয়জন কনস্টেবল দায়িত্বে নিয়োজিত রয়েছেন।’
দিদার আরও জানান, খালেদা জিয়া বাসায় না থাকার কারণে এর আগে সেখান থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছিল।
এসআরজে