জাতির স্বার্থে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দুত হুসেইন মুহম্মদ এরশাদ দেশের প্রত্যেক জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে। দেশের মানুষ ২৪ বছর ধরে ২টি দলের শাসন দেখে আসছে এবং একমাত্র জাতীয় পার্টিই জনগণকে মুক্তি এনে দিতে পারে।
সোমবার তার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে রাজশাহী জেলা জাতীয় পার্টির নেতা ও কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, গোটা জাতি এখন পরিবর্তন চায়। পরির্তন ছাড়া উন্নয়ন-শান্তি-সমৃদ্ধি আসতে পারেনা। জনগণের প্রত্যাশা পূরণের জন্যেই পার্টিকে সু-সংগঠিত করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, ব্যারিষ্টার দিলারা খন্দকার, জেলা নেতা অধ্যাপক আবুল হোসেন, শাহাবুদ্দিন বাচ্চু, মো. আব্দুর রাজ্জাক, শামসুদ্দিন রিন্টু।
আরএস/আরআই