কামারুজ্জামানের শেষ ইচ্ছা জানালেন বড় ছেলে


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

ইসলামকে বিজয়ী করাই মুহাম্মদ কামারুজ্জামানের শেষ ইচ্ছা বলে জানিয়েছেন তার বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী। সোমবার রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

হাসান ইকবাল ওয়ামী বলেন, তার (কামারুজ্জামান) শেষ ইচ্ছা ইসলামকে বিজয়ী করা এবং বাসায় একটি এতিমখানা আছে সেটা ভালভাবে পরিচালনা করা।

কামারুজ্জামানকে নির্দোষ দাবি করে তিনি আরো বলেন, এ রায় প্রহসনের রায়। তাই এ রায়ের সঙ্গে যারা জড়িত আল্লাহ তাদের বিচার করবে।

এছাড়া তরুণ প্রজন্ম এ ‘মিথ্যা’ রায়ের সমচিত জবাব দিবে বলেও মন্তব্য করেন কামারুজ্জামানের বড় ছেলে।

এর আগে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্ত্রী নুরুন্নাহারসহ মোট ১৬ জন সদস্য একটি মাইক্রোবাসে করে কারাগারে পৌঁছান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা কারা ফটক দিয়ে ভেতরে যান।

কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার ছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে আরো ছিলেন- তিন ছেলে হাসান ইকবাল, হাসান ইমাম ও আহমেদ হাসান, মেয়ে আতিয়া নূর, কামারুজ্জামানের ভাই কামরুল ইসলাম ও তার স্ত্রী আফিয়া নূর, ভাতিজা আরমান, ভাতিজী আরিফা ও মলি, শ্যালক রুম্মান, ভাগ্নি রোকসানা জেবিন, জিতু, মুন ও মনি এবং বিউটি নামে এক আত্মীয় ছিলেন। এদের মধ্যে চারজন শিশু।

কারা কর্তৃপক্ষ দুপুরে আনুষ্ঠানিক চিঠি দিয়ে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের সুযোগের বিষয়টি জানান। এর প্রেক্ষিতে তারা সাক্ষাৎ করেছেন বলেও জাগো নিউজকে জানান হাসান ইকবাল।

একে/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।