গ্যাসের মূল্য বৃদ্ধি : মঙ্গলবার সিপিবি-বাসদের হরতাল


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

গ্যাসের মূল্য বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত উল্লেখ করে এর প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে সিপিবি-বাসদ।

শুক্রবার দুপুরে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।

বিবৃতিতে সরকারকে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। একইসঙ্গে এ হরতালকে গণদাবির হরতাল হিসেবে পালন করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

নেতৃবৃন্দ বলেন, চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এখন এর দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিবে না।

তারা আরও বলেন, সিপিবি-বাসদ এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে সরকারকে পিছু হটতে বাধ্য করবে।

তবে হরতাল চলাকালে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গ্রাহক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। প্রথম ধাপে, ১ মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা এবং দ্বিতীয় ধাপে জুন থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এইউএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।