কোকোর কবরে মহিলা নেত্রীদের হট্টগোল


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৬ এপ্রিল ২০১৫
ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকাের কবর জিয়ারতকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল দেখা দিয়েছে। সোমবার বিকাল ৫টায় ছোট ছেলের কবর জিয়ারত করতে খালেদা জিয়া বনানী কবরস্থানে যাবেন এই সংবাদে বিকেল ৪টা থেকে কবরের চারপাশ দখলে নিয়েছেন বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, করবের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে বিকাল সাড়ে ৪টা থেকেই মহিলা নেত্রীদের সঙ্গে মহানগর ও তৃণমূলের নেতাদের কয়েকদফা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বিএনপির সিনিয়র নেতাদেরকে কবরের পাশে দাঁড়ানোর সুযোগ না দেয়ায় ব্যাপক হ্ট্টগোল বেধে গেছে।

এছাড়া করবের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে মহিলা নেত্রীরা বেশ কয়েকবার একে অন্যের সঙ্গে ঝগড়া লাগান। বিকাল ৫টা ১৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় কোকোর কবরের চারপাশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কিছুক্ষণ পর পর দাঁড়ানোকে কেন্দ্র করে এখানে ব্যাপক হট্টগোল হচ্ছে। খালেদা জিয়া এখনো বনানী কবরস্থানে এসে পৌঁছাননি।

এদিকে গত ২৭ জানুয়ারি কোকোকে দাফনের সময় যারা আত্মগোপন কৌশল অবলম্বন করায় বনানী কবরস্থানে আসেত পারেননি এমন অনেক নেতাকেই আজ এ কবরস্থানে দেখা গেছে।

এমএম/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।