মিন্টু জটিলতায় ভাগ্য খুলছে মাহির


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলে ভাগ্য খুলতে পারে বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর। বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করতে তৎপর হয়ে উঠছেন তিনি। তবে মাহীকে সমর্থন দেয়ার ব্যাপারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতিবাচক মনােভাব রয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা উত্তর সিটিতে শক্ত প্রতিপক্ষ হিসেবে আবদুল আউয়াল মিন্টুকে নির্বাচন করাতে চেয়েছিল বিএনপি। তবে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে বেকায়দার পড়েছে দলটি। তাই বিকল্প হিসেবে কাকে সমর্থন দেয়া যায় এই সিদ্ধান্ত নিয়ে ঘুরপাক খাচ্ছে দলটির হাই কমান্ড।

এদিকে মিন্টুর নির্বাচনে অংশগ্রহণের জটিলতার তৎপর হয়ে উঠছেন মাহি বি. চৌধুরী। বিকল্প কোন যোগ্য প্রার্থী না থাকায় বিএনপির সর্মথন চাইছেন তিনি। এ জন্য বিকল্পধারার সভাপিত ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী নিজ পুত্রকে সর্মথন দেয়ার জন্য খালেদা জিয়াকে অনুরোধ করবেন বলেও জানা গেছে।

বিএনপি সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমর্থন দেয়া হলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এখানে কাউকে সমর্থন দেয়নি বিএনপি। তাই উত্তরে সমর্থন নিয়ে সুযোগ কাজে লাগাতে চান মাহী বি. চৌধুরী।

সর্বপরি বিএনপি যদি মাহী বি. চৌধুরীকে সমর্থন দেওয়া হলে তার ভাগ্য খুলে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এজন্য বিএনপির সমর্থন পেতে মরিয়া হয়ে আছেন মাহী।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।