৯৩ দিন কার্যালয়ে থেকে কি পেলেন খালেদা


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

গত ৫ জানুয়ারি অনিদির্ষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকে অধিকাংশ সময় গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন তিনি। কিন্তু নিজ বাসা ছেড়ে কার্যালয়ে অবস্থান করে কি অর্জন করেছেন খালেদা জিয়া এই নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে নিজের ডাকা অবরোধ ভেঙ্গে সকালে ঢাকা আলিয়ার বিশেষ আদালতে যান তিনি। এরপর বেলা ১১টা ৫০ মিনিটে আদালতে জামিন পেয়ে সোজা চলে যান তার গুলশানের ৭৯ নম্বর সড়কে অবস্থিত বাসভবন ফিরোজায়।

এদিকে জাতীয় নির্বাচনের দাবিতে খালেদা জিয়া তার কার্যালয়ে অবস্থান করলেও শেষ পর্যন্ত সিটি করপোরেশন নির্বাচন সামনে নিয়ে অবস্থান পরিবর্তন করলেন তিনি। নিজ কার্যালয়ে অবস্থানকালে তিনি বিভিন্ন মহলে আলােচিত ও সমালোচিত হয়েছেন।

বিশেষ করে আন্দোলন কর্মসূচি চলাকালে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে কর্মসূচি শিথিল না করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কার্যালয়ে ঢুকতে না দেওয়া, মহান শহীদ দিবসে শহীদ মিনার এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতি সৌধে না যাওয়ায় খালেদা জিয়া প্রবলভাবে সমালোচিত হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ উঠেছে, বিএনপি জোটের অবরোধ হরতাল কার্যত অকার্যকর কর্মসূচিতে পরিণত হয়ে গেছে। বারবার দলের হাই কমান্ড থেকে নির্দেশনার পরও নেতাকর্মীদের মাঠে না থাকার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে চলমান আন্দােলনের যৌক্তিকতা।

এদিকে কার্যালয়ে অবস্থানের সময় খালেদা জিয়ার বার বার আহ্বান সত্ত্বেও নেতাকর্মীরা মাঠে নামেনি। মামলা হামালায় আক্রান্ত হয়ে নেতাকর্মীদের অধিকাংশ রয়েছে কারাগারে এবং আত্মগোপনে। ফলে দলটির সঙ্গে জনগণের কিছুটা দুরত্ব লক্ষ্য করা গেছে।

পর্যবেক্ষকদের মতে, খালেদা জিয়া গত ৩ মাসের আন্দোলনে তিনি যতটা না সমালোচিত হয়েছেন তার চেয়ে তিনি অনেক বেশি অনুতপ্ত হয়েছে। এই বোধ থেকে তিনি হয়তো আন্দোলন কৌশল পরিবর্তনের পথ খুঁজছিলেন। আর মেঘ না চাইতে বৃষ্টি হয়েছে এসেছে সিটি কর্পোরেশন নির্বাচন।

ঢাকা বিভাগকে ভাগ করা নিয়ে বিএনপির প্রবল আপত্তি থাকলেও শেষ পর্যন্ত বিভক্ত ঢাকায় প্রার্থী চূড়ান্তের চেষ্টা করছে তারা। একাংশে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে চূড়ান্ত করলেও উত্তরে এখনও তা ঠিক করতে পারেনি।

৩ মাসের অর্জন প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব ও বিএনিপর সাবেক সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্দোলন চলমান রয়েছে।

তিনি বলেন, হরতাল-অবরোধ অকার্যকর হওয়ায় তিনি (খালেদা) তার কৌশল পরিবর্তন করেছেন। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া কৌশলেরই অংশ। খালেদা জিয়ার আন্দোলনে দেশি-বিদেশি মহলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং তারা সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী জাগো নিউজকে বলেন, টানা ৩ মাসের বেশি সময় নিজ কার্যালয়ে অবস্থান করলেও আন্দােলনের ফল নিয়ে আসা সম্ভব হয়নি। বিএনপি নির্বাচনমূখী রাজনীতি করতে চায়। তাই হয়তো তিনি তার কৌশল পরিবর্তন করেছেন।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।